• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঝালকাঠিতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ২০ 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ০০:৫৯
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আহত ২০ থেকে ২৫ আহত হয়েছে।

বুধবার (৫ জুন) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতো বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়৷ আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয় হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত, অ্যাম্বুলেন্স চালক আটক
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের