ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ধামইরহাটে শিশু নিখোঁজ, বদলগাছীতে মিলল মরদেহ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জুন ২০২৪ , ১০:১৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে স্বাধীন নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার ডাকবাংলো মোড়ের সালকালি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শিশু স্বাধীন জেলার ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির চকচৈতন‍্য গ্রামের জুয়েলের ছেলে। এর আগে স্বাধীন গত ৫ জুন দুপুর ১টায় নিখোঁজ হয় বলে জানা যায়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা বলেন, সকাল থেকেই ভেসে থাকা মরদেহটিকে স্থানীয়দের অনেকেই অন্য কোনো পশুর মরদেহ মনে করে। এ দিন দুপুর ১টায় এলাকার মহিলারা নদীর পাশে গেলে ভাসমান মরদেহটি দেখতে পান। মহিলাদের কথা শুনে জেলেরা সঙ্গে সঙ্গে নদীতে নেমে শিশুর মরদেহটি নদীর পাড়ে তুলে আনে। এরপর থানা পুলিশকে বিষয়টি জানালে এস আই নিহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণমাধ‍্যম কর্মীদের দ্বারা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজখবর করলে শিশুটির পরিচয় মেলে।

শিশুটির বাবা জুয়েল বলেন, গত বুধবার দুপুরের দিকে আমার ছেলে স্বাধীন নিখোঁজ হয়। স্বাধীনের বয়স ৩ বছর ২ মাস। নদীর পাশে আমার বাড়ি হওয়ায় ইসবপুর ব্রিজ পর্যন্ত অনেক বার নদীতে খুঁজেছি। না পেয়ে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়। হঠাৎ আজ বদলগাছী থেকে পরিচিতজনের মাধ্যমে জানতে পারি, এখানে একটি বাচ্চার মরদেহ পাওয়া গেছে এবং এসে দেখি আমার ছেলের মরদেহ।’

এ ব‍্যাপারে বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘নিহত শিশুর মরদেহ পরিবার শনাক্ত করেছে। ময়নাতদন্তে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |