ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মেরিন ড্রাইভে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুন ২০২৪ , ১০:৩৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ তুষার (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শাহজাহান (২৩) নামে আরেক পর্যটক। 

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) বিকেলে রামুর হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা হন। হিমছড়ি পয়েন্টে তারা পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষার মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’ 

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |