• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

পাবনার চিনাখড়া কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি 

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ২৩:৫২
পাবনার চিনাখড়া কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি 
ছবি : আরটিভি

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া মহাসড়ক সংলগ্ন কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ জুন) দুপুরে কবরস্থান পরিষ্কার করতে এসে বিষয়টা দেখতে পান স্থানীয়রা। সেখানে দেখা যায়, পাঁচটি কবরের মাটি খোঁড়া হয়েছে। স্থানীয়রা কমিটির সভাপতি ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানকে জানালে তিনি প্রশাসনকে বিষয়টি অবগত করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হওয়ায় অনেক নারী-পুরুষ কবরস্থানে এসে ভিড় করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, ‘ঈদ উপলক্ষে শনিবার দুপুরে কবরস্থান পরিষ্কার করার জন্য লোক লাগানো হয়। এ সময় তারা দেখতে পান কয়েকটি কবরের মাটি খোঁড়া। তারা জানান, মোট ৫টি কবর খোঁড়া হয়েছে। এরপরে আমি ওসি সাহেব ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি।’

এ দিকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোট পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সঙ্গে এইচএসসি উত্তীর্ণ বাবা-মা
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মতিয়া চৌধুরীর জানাজা বৃহস্পতিবার, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে 
মেরে বের করে দিয়েছেন ছেলে, বাড়ির গেটে বসে কাঁদছেন মা