খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সমর্থক বরুণ বিকাশ চাকমা (৫৫) নিহত হয়েছেন।
শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বরুণ বিকাশ চাকমা লোগাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কমল কৃষ্ণ কার্বারি পাড়ার (হাতিমারা) বাসিন্দা সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের সমর্থক।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, রাত ৯টার দিকে বরুণ বিকাশ চাকমা স্থানীয় দোকান থেকে বাড়ির দিকে গেলে আগে থেকে তার বাড়ির পাশে ওত পেতে থাকা অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
নিহত বরুণ বিকাশ চাকমাকে নিজেদের সমর্থক দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেন তিনি।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আজম বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।