• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ১০ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১৯:০২
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ১০ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর
ছবি : আরটিভি

কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।

এ দিকে ঘটনার ১০ ঘণ্টা পর বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম।

তিনি বলেন, ‘রোববার সকাল ৮টায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে আমি স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় যাই।’

ইউপি সদস্য কাশেম আরও বলেন, ‘অনেক চেষ্টার পর আমরা মরদেহ হস্তান্তরের বিষয়টি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পেরেছি। বিকেলে ৫টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করার পর বুড়িচং থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেছেন। পরবর্তীতে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ‘সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি। বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হলে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে তারা।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা