ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মেঘনায় এক ইলিশের দাম ৯৩৫০ টাকা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুন ২০২৪ , ০৯:১৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের কমলনগরে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ জুন) মেঘনা নদীতে আব্দুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

এ দিন সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়ৎদার হাজী হান্নান মিয়ার আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। 

বিজ্ঞাপন

মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে রিয়াজ উদ্দিন নামের এক বেপারী কিনে নেন। এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন। 

এ বিষয়ে জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারাদিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ তার জালে বড়ো আকারের একটি ইলিশ ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি মতিরহাট ঘাটে চলে আসেন। 

এ প্রসঙ্গে স্থানীয় মৎস্য আড়তের কর্মচারী মো. খোকন বলেন, আমার মালিক হান্নানের দাদন দেওয়া জেলে আব্দুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। গত কয়েকদিন প্রায় ১ কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশ চমক ছিল। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। এমনিতে নদীতে ইলিশ কম পাওয়ায় দাম বেশি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |