• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবসর ভাতার দাবিতে অনশনে জনস্বাস্থ্য প্রকৌশলী

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১১:২৭
অবসর ভাতার দাবিতে অনশনে জনস্বাস্থ্য প্রকৌশলী
ছবি : আরটিভি

অবসরের ১৪ বছরেও মেলেনি বকেয়া বেতন ও অবসর ভাতা। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ঠাকুরগাঁওয়ে অনশনে বসেছেন ৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশলী বেলায়েত হোসেন।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে অনশনে বসেন তিনি।

বেলায়েত হোসেন ১৯৮৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ২০১০ সালে তিনি অবসরে যান। তারপর থেকেই শুরু হয় জটিলতা। বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও পাননি কাঙ্ক্ষিত সমাধান। দীর্ঘ ১৪ বছরেও মেলেনি অবসর ভাতা। অর্থাভাবে রোগের শোকে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

বেলায়েত হোসেন বলেন, ‘আমিসহ আরও ১২ জন ১৯৮৩ সালে সরকারি প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরিতে যোগদান করি। পরে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়। কিন্তু বাকি ১২ জন ধারাবাহিকভাবে বেতনভাতা ও অবসরভাতা পেলেও আমার বকেয়া বেতনভাতা ও অবসরভাতা বন্ধ হয়ে রয়েছে। যা অমানবিক।’

বেলায়েত ১৯৮৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন গাইবান্ধা জেলায়। ১৯৯২ সালে ঠাকুরগাঁওয়ে বদলি হয়ে আসেন এবং ঠাকুরগাঁও থেকেই ২০১০ সালে অবসরে যান। এরপর অবসর ভাতার জন্য আবেদন করলে চিঠির মাধ্যমে তাকে জানানো হয়, তার চাকরির বয়স ধরা হয়েছে ২০০০ সাল থেকে।

এর আগের ১৭ বছরের ভাতা ও অবসর ভাতা দেওয়া হবেনা। তার সমসাময়িক সকল সহকর্মীরা সবাই ধারাবাহিকভাবে বেতন ভাতা ও অবসর ভাতা পেলেও অজানা কারণে তার ক্ষেত্রে ঘটেছে নিয়মের ব্যত্যয়। বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে অনশনে বসেছেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়