• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রায় ৫ কোটি টাকার আইসসহ ইজিবাইকচালক আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২৪, ১২:১৬
ইজিবাইক
ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ এক ইজিবাইকচালককে আটক করেছে বিজিবি।

রোববার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এর আগে, শনিবার এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রিজের ওপর একটি ইজিবাইক থামানো হয়।

এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোনো মালামাল আছে কি না, জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেই সঙ্গে ওই ইজিবাইকের চালক মো. রাসেলকে আটক করা হয়।

সে উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে। আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিইউতে ‘উজান ভাটি’ ছবির নির্মাতা সি বি জামান
আরটিভির পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
র‌্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে: মহাপরিচালক
যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি