শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ
শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পাওয়া অসহায় ও দুস্তদের মাঝে ঈদ উপহার শাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত নড়িয়া-সখিপুরের আশ্রয়ণের তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এনামুল হক শামীম বলেন, একসময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, খোলা আকাশের নিচে যারা দিন কাটাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য জমিসহ ঘর দিয়েছেন। তারা এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। এবারের ঈদটা যাতে তারা পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে পারে, সেজন্য তাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছি। সুন্দর পরিবেশে তারা ঈদ উদযাপন করতে পারবে। প্রধানমন্ত্রীর জন্য এসব মানুষ মন খুলে দোয়া করছেন।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- এমপিপত্নী তাহমিনা খাতুন (সিলু), তার ছোট মেয়ে এবং নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল ইসলাম, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির মোল্লাসহ প্রমুখ।
মন্তব্য করুন