ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৮ বছর আত্মগোপনে থাকা যুদ্ধাপরাধী রুহুল কুদ্দুস গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

বুধবার, ১৯ জুন ২০২৪ , ০৯:২৫ পিএম


loading/img
যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার মো. রুহুল কুদ্দুস খান। ছবি : আরটিভি

যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ ৮ বছর আত্মগোপনের পর নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে যশোর সদরে অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রুহুল কুদ্দুসকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগরে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ায় ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |