রংপুরের পীরগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
বৃহস্পতিবার (২০ জুন) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে বেস্টঅন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া (২৫) নামে আরও এক যাত্রী মারা যান।
দুর্ঘটনায় নিহত অজ্ঞাত একজনের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের পুলিশ কাজ করছে।