টেকনাফ সীমান্তে মর্টার শেল-গুলির বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা
সন্ধ্যা নামলেই কক্সবাজারের টেকনাফ সীমান্তে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও গুলির শব্দ শোনা যায়। এতে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (২২ জুন) ভোর পর্যন্তও থেমে থেমে টেকনাফের হ্নীলা থেকে শাহপরীর দ্বীপের নাফ নদী সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ভেসে আসা মর্টার শেলের শব্দ বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রতিদিন সন্ধ্যা নামলেই তারা গুলির শব্দ শুনতে পাচ্ছেন। সীমান্ত এলাকায় রাতে মাটি কেপে উঠছে মর্টারের গোলার শব্দে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম।
তিনি বলেন, ‘সীমান্তে রাতে খুব বেশি গুলির শব্দ শোনা গেছে। কয়েকদিন ধরে ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তবে সীমান্তের বসবাসকারী লোকজন যাতে ভয় না পান, সেজন্য তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি।’
এ বিষয়ে টেকনাফের ইউএনও আদনান চৌধুরী বলেন, ‘এখনও মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে লোকজন যাতে ভয় না পান, সেজন্য তাদের শান্ত থাকতে বলা হয়েছে। তাছাড়া টেকনাফ-সেন্টমার্টিন রুটে শিগগিরই বিকল্প নৌপথ চালুর চেষ্টা চলছে।’
এ দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশ ঠেকানার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।’
উল্লেখ্য, মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর প্রেক্ষিতে মূল ভূখণ্ডের সঙ্গে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে গত ১৪ দিন ধরে। নাফ নদী রুটে যোগাযোগ বন্ধ থাকায় দ্বীপটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে দ্বীপে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ চিন্তিত রয়েছেন।
মন্তব্য করুন