জামালপুরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে শিশু নিখোঁজ
জামালপুরের ইসলামপুর উপজেলায় পাটনীপাড়া এলাকায় পাথরঘাটি রেলওয়ে সেতুর ওপর থেকে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তার নাম মো. মৃদুল মিয়া (১৩)।
শনিবার (২২ জুন) বিকেলে পাথরঘাটি রেলওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার।
নিখোঁজ মৃদুল মিয়া উপজেলার ভেঙ্গুড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে মৃদুল মিয়াসহ ৩ বন্ধু ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে ওই সেতু থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। ওই সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করছিল। এ সময় ওই তিনজনের মধ্যে দুজন পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের সঙ্গে থাকা মৃদুল মিয়া পানিতে ঝাঁপ দিতে পারেনি। পরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
এ বিষয়ে ওসি সুমন তালুকদার বলেন, ‘শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
মন্তব্য করুন