ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

৮৩ বস্তা চাল জব্দের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুন ২০২৪ , ১০:৪১ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাল ও খালি আরও ৮টি বস্তা উদ্ধারের ঘটনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নির্দেশক্রমে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন হাজীগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০),  ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির মুন্সী (৫০), আবুল খায়ের প্রকাশ কালু (৬০) ও জাহাঙ্গীর হোসেনসহ (৫৫) অজ্ঞাতনামা ২ জন।

বিজ্ঞাপন

কোরবানির ঈদে গরিবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু গরিবের মাঝে বিলি না করে কৌশলে বিক্রয় করে দেয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৪ জুন) রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। আর এ চাল উদ্ধারের ঘটনায় গা ঢাকা দিয়েছে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও ওয়ার্ড মেম্বার আমির মুন্সি।

এ ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, এ চালগুলো কাবিখার। স্থানীয় মেম্বার এ চাউলগুলো গ্রামের লোকদের কাছে বিক্রয় করেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআর-এর কিনা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |