• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

হাসপাতালের কোয়ার্টারে লাফিয়ে পড়ল সাপ, অতঃপর...

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ০১:১২
প্যারাডাইস ফ্লাইং স্নেক (সংগৃহীত ছবি)

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ থেকে বিষাক্ত সাপ লাফিয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে সাপটি মেরে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কোয়ার্টারের জানালার গ্রিল পেঁচানো অবস্থায় একটি সাপ দেখতে পাওয়া যায় এক কর্মচারী। এরপর কোয়ার্টারের লোকজন ডাকাডাকি করলে হাসপাতালের লোকজন এসে সাপটিকে লাঠি দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় হঠাৎ করে সাপটিকে দেখতে পেয়ে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ‌‘সাপটির নাম প্যারাডাইস ট্রী স্নেক, এর অন্য নাম হলো প্যারাডাইস ফ্লাইং স্নেক। এটি হালকা বিষাক্ত সাপ, এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। কোয়ার্টারের পাশে একটি তেঁতুল গাছ থেকে এটি বাসায় ভিতর প্রবেশ করার চেষ্টা করছিল।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা মুকুল সিরাজ
টাকা দিতে না পেরে পেট্রোল পাম্পে প্রেমিকাকে বন্ধক
সাপের কামড়ে মৃতকে জীবিত করতে কবিরাজের কাণ্ড!
সাপের কামড়ে প্রাণ গেল শিশুর