ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খাওয়া ফেলে বউ নিয়ে পালালেন বর

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জুন ২০২৪ , ০৩:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ধুমধাম বিয়ের অনুষ্ঠান ও খাওয়ার আয়োজন চলছিল নুনু ফকির বাড়িতে। হঠাৎ পুলিশের উপস্থিতিতে থেমে যায় বিয়ে বাড়ির হইচই আর আনন্দ উল্লাস। এমনকি খাওয়া-দাওয়া ফেলে বউ নিয়ে পালিয়ে যান বর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুন) কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই গ্রামের আয়েত আলীর ছেলে দুবাই প্রবাসী রাজিব হোসেনের সঙ্গে মিম আক্তারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বউ তুলতে বরযাত্রী নিয়ে আসেন বর পক্ষ। এ খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তাদের দেখেই কনেকে নিয়ে বর ও বরযাত্রী পালিয়ে যান। এদিকে বর, বরযাত্রী ও বিয়ের পাত্রী কাউকে না পেয়ে কনের চাচাকে আটক করে নিয়ে যান ম্যাজিস্ট্রেট। 

বিজ্ঞাপন

বর রাজিব হোসেনের চাচা বলেন, তাদের বিয়ে আগেই হয়ে গেছে। আজ কনেকে ধুমধাম করে উঠিয়ে নেওয়ার দিন ছিল।

মিম আক্তার বুড়িচং উপজেলা শ্রীমনৃতপুর এম ছাত্তার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলে উদ্দিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |