• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঝালকাঠিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৫:১৭
ঝালকাঠিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
ছবি : আরটিভি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালতলা বাজারের মুদি ব্যবসায়ী মো. সেলিম আকন (৬০) সাপের কামড়ে মারা গেছেন। তবে চিকিৎসকদের অবহেলায় সেলিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শনিবার (২৯ জুন) সকালে সাপের কামড়ে তার মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার তালতলা বাজারের সেলিম আকন মুদি দোকানে বসে থাকা অবস্থায় সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনকে জানান, তাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে যান।

স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই বলে জানান। তাই তারা চিকিৎসা দিতে পারছেন না। ঘণ্টাখানেক পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তারা। পথেই মো. সেলিম আকন মারা যান।

মৃত মো. সেলিম আকন উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামের আ. সাত্তার আকনের ছেলে। তিনি তালতলা বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার বলেন, ‘সাপের কামড়ের রোগীকে ভ্যাকসিন পুশ করতে রোগীর নিকটতম স্বজনের নিকট দাবিপত্রে স্বাক্ষর করার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুশ করতে পারেননি। স্বজনরা আগ্রহী হয়ে তাকে বরিশাল নিয়ে গেছেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
রাজাপুর হানাদারমুক্ত দিবস আজ
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু