ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুসিকে ১ হাজার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ৩০ জুন ২০২৪ , ০৭:৫৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

কুমিল্লা সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ বছর প্রস্তাবিত বাজেটের পরিমাণ ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

রোববার (৩০ জুন) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের অতিন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। 

পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মো. মাসুদুর রহমান। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়। 

বিজ্ঞাপন

সিটি করপোরেশনের নিজস্ব আয় ও উন্নয়ন অনুদান প্রাপ্তি শেষেও এ বাজেটে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকার প্রারম্ভিক তহবিল রয়েছে। 

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল হাবিবুর আল আমিন সাদি, মনজুর কাদের মনি ও কাউছারা বেগম সুমিসহ সিটি করপোরেশনের অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |