ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা, আটক ২

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ০১ জুলাই ২০২৪ , ০৯:০৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে সোনিয়া (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী ও শ্বশুরকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৩০ জুন) দুপুরে সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোনিয়া (২০) সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও গ্রামের মল্লিক বাড়ির মাহবুব মল্লিকের স্ত্রী। 

শনিবার দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই আ. কুদ্দুস মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের বড় ভাই মারজুক বলেন, ২০২২ সালে সোনিয়ার সঙ্গে মাহবুব মল্লিকের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে বিভিন্ন অজুহাতে সোনিয়াকে নির্যাতন করতেন মাহবুব মল্লিক ও তার পরিবার। একপর্যায়ে তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের কারণে চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে সোনিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত কয়েকদিন পূর্বে সোনিয়াকে তার স্বামীর বাড়িতে নিয়ে যান মাহবুব মল্লিক। শনিবার রাত ১টায় মাহবুব ফোন করে জানান, সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর রোববার দুপুরে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে এটা হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে পুলিশ হেফাজতে রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |