ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে থানা হাজতে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুলাই ২০২৪ , ০২:৫৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হাজতে পরনের কাপড় খুলে দড়ি বানিয়ে আত্মহত্যা করেছেন মো. জুয়েল (২৬) নামে এক যুবক। 

বিজ্ঞাপন

বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটে থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।  

পুলিশ জানিয়েছে, জুয়েল চান্দগাঁও থানার খেজুরতলা এলাকার আবদুল মালেক ওরফে আবদুল মাবুদের ছেলে। কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালত থেকে জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।   

বিজ্ঞাপন

আত্মহত্যা সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, থানা হাজতে জুয়েল একা ছিলেন। হাজতের সামনেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। বুধবার ভোর ৬টা ২২ মিনিটের দিকে জুয়েল তার পরনে থাকা শার্ট খুলে ফেলেন। এরপর এটি হাজতের লোহার শিকলের সঙ্গে পেঁচিয়ে দড়ি বানান। হাজতের ভেতরে থাকা বাথরুমের দেয়ালে ওঠে রশি ভেন্টিলেটরের সঙ্গে লাগিয়ে গলায় ফাঁস দেন জুয়েল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |