খাগড়াছড়ির পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে পানছড়ি প্রেসক্লাব।
শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার মোল্লাপাড়া এতিমখানায় ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ করে পানছড়ি প্রেসক্লাব।
এ দিন পানছড়ি প্রেসক্লাবের সকল সহকর্মীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষ দিয়ে সহযোগিতা করেন গাউছিয়া নার্সারির স্বত্বাধিকারী আব্দুল হালিম।
এ সময় নবগঠিত পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু বলেন, ‘পরিবেশ রক্ষায় পানছড়ি প্রেসক্লাব বৃক্ষরোপণের উদ্যোগ হাতে নিয়েছে। বর্তমান সময়টা বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এই সময়টাতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’