ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে ট্রাকচাপায় নারী পথচারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুলাই ২০২৪ , ০৪:৩০ পিএম


loading/img
ছবি: আরটিভি

জয়পুরহাটে ট্রাকের চাপায় রাবেয়া (৬০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার হিচমী এলাকার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ট্রাকটি তাকে চাপা দেয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নারী পথচারী রাবেয়া বেগম জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের শামসুল হকের স্ত্রী।

বিজ্ঞাপন

ওসি হুমায়ূন কবির জানান, রাবেয়া বেগম পায়ে হেঁটে হিচমী বাজারে যাচ্ছিলেন। পথে হিচমী মোড়ে জয়পুরহাট শহরগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে রাবেয়া বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |