মুন্সীগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
মুন্সীগঞ্জের সদর উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিপি বেগম (৩৫) ও তার ৬ মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।
দুর্ঘটনার পর ট্রাকচালককে গণপিটুনি দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ বিকেলে মেয়ে আলিশাকে চিকিৎসক দেখাতে মুন্সীগঞ্জ শহরে আসেন লিপি বেগম। চিকিৎসক দেখানো শেষে তিনি অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। অটোরিকশাটি সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্ট কোম্পানির দ্রুতগতির একটি ট্রাক সেটি সামনে থেকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে দুজন অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন