গাঁজাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩২ জন আটক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ০৭ জুলাই ২০২৪ , ০৫:০২ পিএম


গাঁজাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩২ জন আটক
ছবি : আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩২ জনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। এদের মধ্যে অন্তত ৮জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। এ সময় বহিরাগতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীও আটক হন। পাশাপাশি বহিরাগতদের মোটরসাইকেলের চাবি ও আইডি কার্ড জব্দ করা হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি, জীববিজ্ঞান অনুষদের পুকুর পাড়, বঙ্গবন্ধু হলের পেছন, অতীশ দীপঙ্কর হলের সামনেসহ বেশ কিছু জায়গায় অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এ সময় বহিরাগতদের ৩২টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩২ জনকে হাতেনাতে আটক করেছি। এদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন।’

তিনি বলেন, ‘এ সময় আমরা বহিরাগতদের ৩২টি মোটরসাইকেল ও দুটি গাড়িও আটক করেছি। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission