• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে প্রাণ গেল শিক্ষকের 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১৪:৩৮
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শহর থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাফর নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট এলাকায় (শাহজাহান শাহ গেইট সংলগ্ন এলাকায়) এ ঘটনা ঘটেছে।

নিহত মো. জাফর ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের ছেলে। তিনি পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, শহরে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফটিকছড়িতে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের বহনকারী অটোরিকশা পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মো. জাফর ঘটনাস্থলে মারা যান, আহত হন তার স্ত্রী।

নাজিরহাট হাইওয়ের থানার সেকেন্ড অফিসার মো. আনিসুর রহমান বলেন, একটি ট্রাক নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময়ে পেছন থেকে ওই ট্রাকটিতে অটোরিকশা ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক
চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের সংঘর্ষ
ঢাকার মীর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই চট্টগ্রামের মীর গ্রুপের
সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০