• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কাশির সিরাপ ভেবে কীটনাশক পান, কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

  ১১ জুলাই ২০২৪, ২১:৩৩

চাঁদপুরের মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুরে কাশির সিরাপ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে মারিয়া (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মারিয়া আক্তার ওই এলাকার কামাল হোসেনের মেয়ে। দুই মেয়ের মধ্যে মারিয়া বড়। সে নাওড়ি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের মা বিউটি বেগম বলেন, তার মেয়ে অসুস্থ। সকাল ৮টার দিকে কাশির ওষুধ মনে করে ভুল করে কীটনাশক পান করে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, এই বিষয়ে আমরা মতলব উত্তর থানাকে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, হাসপাতাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর 
চাঁদপুর পৌর এলাকায় অভিযান, ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ