চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকালে এ উপলক্ষে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে অনুষ্ঠানে মাদক বিরোধী বিভিন্ন বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।