• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হিলিতে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক ৩

হিলি প্রতিনিধি

  ১১ জুলাই ২০২৪, ২১:১০
সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলিতে এক হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের ২নং ওয়ার্ড ধরন্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল হোসেন (২৮), একই এলাকার আজাদ হোসেনের ছেলে রিপন হোসেন (৩২) ও পৌর শহরের ৩নং ওয়ার্ড এর উত্তর বাসুদেবপুর এলাকার মনিরুজ্জামান (লাবু) মুন্সির ছেলে কামরুজ্জামান (বিশাল) (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকায় রাজ এন্টারপ্রাইজের সামনে সড়কে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ আটক করতে চাইলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ আসামিদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্যসহ ৩ জনকে হাতেনাতে আটক করে। তাদের সঙ্গে থাকা কালো পলিথিনের ব্যাগ ও প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।

পরে ওই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং আজ বৃহস্পতিবার আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন পিপিএম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করে। পরে হাকিমপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্য এসআই জাহেদুল ইসলাম। আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা
এক বছরে সীমান্তে ১৭১৬৯ নাগরিক আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
হিলিতে বেড়েছে সরিষার চাষ
হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস