ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঈশ্বরদীতে পাঁচ দিনের মাথায় আরেক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ১২:৪৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পাঁচ দিনের মাথায় ইভান কাইটমাজোভ (৪০) নামের আরেক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক ভবন থেকে গ্রীণসিটির ১৪ নাম্বার ভবনের নবম তলার ৯৫ নং ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমে পাওয়া যায়। গ্রীনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রীনসিটির এক ২০ তলা ভবনের চারতলার জানালা থেকে লাফ দিয়ে মধ্যপ অবস্থায় এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে গ্রীনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক পশতারুক ক্সেনল্লা (৪০) রুপপুর প্রকল্পের এস এম এস-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |