ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ১১:৪৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পাবনায় বিদ্যুতায়িত হয়ে ফারজানা ইয়াসমিন (১৯) ও রাসেল হোসেন (১৪) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরজান গ্রামের তাঁতি জাহিদুল ইসলাম হিরো মিয়ার মেয়ে ও ডেঙ্গারগ্রাম মহাবিদ্যালয়ের চলমান এইসএসসি পরীক্ষার্থী ফারজানা ও তার ছোট ভাই একদন্ত হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাসেল।

বিজ্ঞাপন

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশুরার ছুটি থাকায় সকাল ৯টার দিকে ফারজানা তার বাবার পাওয়ার লুমে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে তার ছোট ভাই রাসেল এগিয়ে গেলে সেও তারে জড়িয়ে পরে। এসময় তারা দুই ভাই-বোনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |