ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

চলবে দূরপাল্লার বাস

আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুলাই ২০২৪ , ০৪:৩৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কারফিউ শিথিল থাকা অবস্থায় বুধবার থেকে দূরপাল্লার বাস চলবে বলে জানিয়ে দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তবে তিনি জানান, রাজধানীর অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কোম্পানিগুলো। যদিও মঙ্গলবার ঢাকায় অল্প কিছু বাস চলেছে।

বিজ্ঞাপন

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সকাল ১০টা থেকে সারাদেশে দূরপাল্লার সকল বাস চলবে। 

অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে তিনি বলেন, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘাত ও প্রাণহানিতে নিরাপত্তা শঙ্কায় শনিবার (২০ জুলাই) মধ্যরাত থেকে দেশজুড়ে কারফিউ চলছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। এর আগের দিন দুপুর থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার উত্তরা এলাকায় হাতেগোনা কিছু বাস চলেছে। তবে তাতে যাত্রী ছিল কম। ভাড়াও ছিল স্বাভাবিক সময়ের কয়েক গুণ। বিমানবন্দর থেকে তেজগাঁওয়ের ভাড়া চাওয়া হয় ১০০ টাকা।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সেই সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে বলা হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |