ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ৪

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ , ১২:৪২ এএম


loading/img
ছবি : আরটিভি

নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুটি মামলা হয়েছে। এ মামলায় বিএনপি-জামায়াত ইসলামীর ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ জুলাই নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা বিএনপি-জামায়াতের ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে ২১ জুলাই নড়াগাতী থানায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াগাতি থানা বিএনপি-জামায়াতে ইসলামীর সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫১ জনকে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে পুলিশ।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দীন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নামে মামলার কথা স্বীকার করে জানান, নাশকতার মামলায় বিএনপি-জামায়াতে ইসলামীর চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, বিএনপি-জামায়াতের নামে নাশকতার মামলা হয়েছে। বিএনপি-জামায়াতে ইসলামীর ৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |