• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

এতিম হয়ে গেল গুলিতে নিহত কামালের ৩ সন্তান

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২৪, ২১:৫৪
সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গাড়িচালক কামাল হোসেন ওরফে সবুজ।

সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামে দিয়ে দেখা যায়, নিহত কামালের ৩ সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সাদিয়া বেগম (রানু)।

এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘এই তিন ছেলে মেয়ে এখন এতিম হয়ে গেল! আমি ওদের নিয়ে কোথায় দাঁড়াব, এখন কে ওদের দেখবে?’

তিনি বলেন, ‘আমাদের সংসার চালানোর মতো আর কেউ রইল না। বাকি দিনগুলো কীভাবে চলবে ভেবে উঠেতে পারছি না।’

জানা গেছে, গত ১৯ জুলাই সকালে বাড্ডার শাহজাদপুর এলাকার ভাড়া বাসা থেকে নাশতা খেতে বের হয়েছিলেন কামাল হোসেন। তখন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়ে হঠাৎ কামাল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গত সোমবার সকালে সদর উপজেলার আগরবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে কামাল হোসেনকে দাফন সম্পন্ন হয়। কামাল ঢাকায় চ্যানেল আইয়ের গাড়ি চালাতেন আর ঝালকাঠি শহরে বাসা ভাড়া করা বাসায় তিন সন্তান নিয়ে স্ত্রী সাদিয়া বসবাস করতেন। কামালের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সামিউল ইসলাম (১৩)। সে ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এর পরের ছেলেটির বয়স সাত ও সব শেষ মেয়েটির বয়স পাঁচ বছর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত, অ্যাম্বুলেন্স চালক আটক
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ