• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মুখ থুবড়ে পড়েছে কুয়াকাটার পর্যটনশিল্প

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২৪, ১৯:৩৩
মুখ থুবড়ে পড়েছে কুয়াকাটার পর্যটনশিল্প
ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে মুখ থুবড়ে পড়েছে কুয়াকাটার পর্যটনশিল্প। গত ১৭ জুলাই থেকে পর্যটক আসা বন্ধ থাকার ফলে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ জুলাই) অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।

তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যা পর্যটন শিল্পের জন্য বড় ক্ষতি বয়ে আনবে। দুইশোর বেশি আবাসিক হোটেলসহ ১৬ পেশার ৫ হাজার শ্রমিক বেকার দিন কাটাচ্ছেন। কোটি টাকার ক্ষতি গুনছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর গত ১০ দিনে আবাসিক হোটেল-মোটেলগুলোতে থাকা এক হাজার পাঁচশত শ্রমিক বেকার সময় কাটাচ্ছেন। একদিকে হোটেলে পর্যটক শূন্য অন্যদিকে স্টাফদের বেতন বাতা দেওয়ার সময় হয়ে যাচ্ছে। এরকম আর কতদিন মালিকরা বেতন দেবেন সেটা একটা বড় চিন্তার বিষয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, হঠাৎ দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে কুয়াকাটায় আটকা পড়েন পর্যটকরা। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সেনাবাহিনীর সহযোগিতায় মঙ্গলবার তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে কুয়াকাটা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আশা করছি, শিগগিরই সবকিছু স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলা
পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতা বহিষ্কার