অনলাইন জুয়াতে আসক্ত হয়ে মায়ের স্বর্ণালংকার চুরি করে বিক্রয় করার অপরাধে ছেলেসহ দুজনকে গ্রেপ্তার ও দুই ভরি চার আনার স্বর্ণালংকার উদ্ধার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। গত শনিবার বিকেলে যশোর মনিরামপুর উপজেলার দূবাডাঙ্গা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রোববার (২৮ জুলাই) দুপুরে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম।
আটককৃত আসামিরা হলেন, যশোর মনিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুন্না হোসেন ও একই উপজেলার দূবাডাঙ্গা গ্রামের হযরত আলী ছেলে রহমতউল্লাহ।
এ সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, গত ২৩ জুলাই যশোর মনিরামপুর থানায় মা ছেলের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যাওয়ার একটি মামলা করে। এ মামলার ভিত্তিতে ছেলে মুন্না হোসেনসহ দুজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় অপর আসামি রহমতুল্লাহর কাছ থেকে দুই ভরি চার আনা স্বর্ণালংকার উদ্ধার কর হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিলেন। আটককৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।