• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হাতির পিঠে নবজাতক নাতিকে নিয়ে বাড়ি ফিরলেন দাদা

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৭:২১
ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় হাতির পিঠে চড়ে এক নবজাতক শিশুকে নিয়ে বাড়ি ফিরেছেন দাদা। এ ঘটনা দেখতে রাস্তায় উৎসুক জনতা ভিড় করে।

বুধবার (৩১ জুলাই) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ২৫ জুলাই সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিনের একটি পুত্রসন্তান হয়।

স্থানীয় রুবা ক্লিনিকের চিকিৎসক ডা. জেরিন আফরোজ নিপুর তত্ত্বাবধানে আল আমিনের স্ত্রীর সিজার করা হয়। পরে নাতি হওয়ার খবরে দাদা আবদুর রাজ্জাক ওই ক্লিনিকসহ পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেন। পরে ছয় দিন সেখানে চিকিৎসা নেওয়ার পর আজ সকালে হাতির পিঠে চড়ে নাতিকে নিয়ে বাসায় ফেরেন তিনি। এ সময় দাদার এমন অদ্ভুত কাণ্ড দেখতে ক্লিনিকে উৎসুক জনতা ভিড় করে।

রুবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আহসান হাবিব রানা গণমাধ্যমকে বলেন, রাজ্জাক ভাই দাদা হওয়ার খুশিতে অনেক খুশি হয়েছেন এটা তার বহিঃপ্রকাশ। এ সময় তিনি নবজাতক শিশু ও তার পরিবারের জন্য শুভ কামনা জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ গেল প্রেমিকার
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও নারী নিহত
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক