ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডোবায় মিলল কিশোরের মরদেহ

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ , ১১:৫৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নিখোঁজের একদিন পর শেরপুর পৌর শহরের চাপাতলী এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে শরিফ মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

শরিফ মিয়া একই এলাকার ওয়ার্কশপ মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সঙ্গে ওয়ার্কশপে কাজ করত। বুধবার সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শরিফ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার বিকাল সারে ৫টায় স্থানীয় একটি পরিত্যক্ত ডোবাতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |