ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতে পালানোর সময় রাসিকের কাউন্সিলরসহ আটক ২

আরটিভি নিউজ

বুধবার, ০৭ আগস্ট ২০২৪ , ১০:২৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর রজব আলী (৫০) ও তার এক সহযোগীকে আটক করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

বুধবার (৭ আগস্ট) দুপুরে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

রজব আলী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অপরজন তার ভাইয়ের ছেলে নাজমুল হোসেন (৩৪)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে পলায়ন রোধে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত পারাপারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |