• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

টাঙ্গাইলে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৭:০৯
টাঙ্গাইলে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা
ছবি : আরটিভি

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মন্দির পাহারায় নিয়োজিত রয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ছাত্রজনতার আন্দেলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো দুষ্কৃতকারী যাতে সংখ্যালঘুদের বাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করতে না পারে সেজন্য এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। রাতদিন পালাক্রমে দায়িত্ব পালন করে যাচ্ছেন নেতাকর্মীরা।

সরেজমিনে ভূঞাপুর উপজেলার নিকরাইল মন্দিরে গিয়ে দেখা যায়, রাতদিন পালাক্রমে দায়িত্ব পালন করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা সার্বক্ষণিক মন্দিরের সামনে অবস্থান করছেন। এ ছাড়াও ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের লোকজনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মসজিদ মিশন জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি মুহাইমিনুল ইসলাম।

শুধু ভূঞাপুর নয়, জেলার প্রতিটি উপজেলার মন্দির ও সংখ্যালঘুদের বাড়ি পাহারায় নিয়োজিত রয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তারা বলছেন, কেন্দ্রীয় দায়িত্বশীলদের নির্দেশনা মোতাবেক তারা এ দায়িত্ব পালন করছেন। টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১৪৫টি মন্দির রয়েছে।

ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘর রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের সদস্যরা রাত-দিন দায়িত্ব পালন করে যাচ্ছেন। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামড় খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে সাপুড়ে
চার বছরে ১৬০০ জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে ভূঞাপুর ব্লাড ব্যাংক
সিলিং ফ্যানে ঝুলছিল দাখিল পরীক্ষার্থীর মরদেহ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা