ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা

আরটিভি নিউজ

সোমবার, ১৯ আগস্ট ২০২৪ , ০৩:৪১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন জামিলা (৬০) নামে এক বৃদ্ধা।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঘটে এ ঘটনা।

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ওই বৃদ্ধা স্টেশনের প্ল্যাটফর্মের কিনারে চট্টলা এক্সপ্রেস ট্রেনের সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করলে কিছু বুঝে উঠার আগেই অসতর্কতাবশত ট্রেনের নিচে পড়ে যান তিনি। এসময় তিনি রেললাইনের মাঝখানে উপুড় হয়ে শুয়ে থাকেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন বৃদ্ধাকে একটুও নড়াচড়া না করার জন্য পরামর্শ দিচ্ছিলেন। কেউ কেউ ওই বৃদ্ধার জন্য দোয়াও করছিলেন। অবশেষে ট্রেন চলে যাওয়ার পর বৃদ্ধাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন উপস্থিত লোকজন।

বিজ্ঞাপন

ওই বৃদ্ধা রেলওয়ে স্টেশনে একটি হোটেলে কাজ করেন বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. নূর নবী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |