• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

উদ্ধার করা অস্ত্র-গুলি নরসিংদীতে র‍্যাবের কাছে হস্তান্তর

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১২:৩০

রাজধানীর যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ কার্যালয় থেকে ৫ আগস্ট লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‌্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই হস্তান্তর আয়োজন করে। এ সময় র‌্যাব-১০ এর এএসপি এমজে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইন মিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন কেটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম, আব্দুল্লাহ হিল তাহমিদ ও নরসিংদী জেলা প্রশাসনের সহকারি কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৯
যশোর সেনানিবাসে ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ অনুষ্ঠিত
পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে
রাজধানীতে সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫