• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

৮ বছর পর বিএনপি নেতা আসলাম চৌধুরী কারামুক্ত 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১১:২৬
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী আট বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ বিষয়ে আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে, সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তার আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।

প্রসঙ্গত, ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে ২০১৬ সালের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মান-ইরানি নারী নাহিদ টাঘাভি কারামুক্ত
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আসলাম চৌধুরীর
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু
অবশেষে কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার