• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ০৭:৪৩
খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। প্রায় সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। শহর রক্ষা বাঁধ পানিতে ছুঁই ছুঁই। ফলে হবিগঞ্জ শহরসহ খোয়াই নদীর দুই পারে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন হবিগঞ্জবাসী।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বুধবার (২১ আগস্ট) বিকেলে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ২০০, শায়েস্তাগঞ্জে ১২৩ ও মাছুলিয়া পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

শহরের বাসিন্দারা বলছেন, খোয়াই নদীর বাঁধ দুর্বল, কারণ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি কুচক্রী মহল। যার ফলে আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বারপ্রান্তে।

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. একরামুল হক বলেন, ‘খোয়াই নদী ভারতের প্রান্তে ত্রিপুরায় ৭টি গেট খুলে দেওয়ার খবর পেয়েছে পাউবো। যে কারণে পানির প্রবল প্রবাহ নেমে আসছে হবিগঞ্জের দিকে। আর হাওরে কয়েকটি বাঁধ দিয়ে পানি গিয়ে হাওর টইটম্বুর হয়ে গেছে। ফলে পানি আর যাচ্ছে না। যার কারণে খোয়াই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদের দুই পারের জনপদই বন্যার ঝুঁকিতে পড়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড় দানা: বরিশালে কীর্তনখোলার পানি বিপৎসীমার ওপরে
বিপৎসীমার ওপরে পদ্মার পানি, আতঙ্কে বাসিন্দারা
উত্তরের ৫ জেলায় বন্যা, পানিবন্দি ২৩ হাজারের বেশি পরিবার 
কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত