ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কবরস্থানে কোমর পানি, দাফন হলো দেড় কিলোমিটার দূরে

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ , ০৮:৫২ পিএম


loading/img
ছবি : আরটিভি

নোয়াখালীর কবিরহাটে বন্যার পানিতে আরজু (৪০) নামের এক যুবকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করতে পারেনি স্বজনরা। দেড় কিলোমিটার দূরে নিয়ে দাফন করতে হয়েছে তাকে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. আরজু (৪০) উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে।  

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা গোলাম মোমিত ফয়সাল জানান, আরজু আগে থেকেই অসুস্থ ছিল। বুধবার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মারা যান তিনি। বন্যার পানির জন্য তার লাশ খাটিয়ায় নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। 

কবিরহাট পৌরসভার মেয়র সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পারিবারিক কবরস্থানে কোমর পানিতে নিমজ্জিত। এ জন্য আরজুকে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। একই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার দূরে চৌধুরী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |