• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

দুর্গম বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে বিজিবি

  ২৪ আগস্ট ২০২৪, ২০:১১
দুর্গম বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে বিজিবি
ছবি : আরটিভি

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় বন্যার্তদের মাঝে খাবার ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে উপজেলার আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুশ শরীফ হাফেজিয়া মাদরাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

একইসঙ্গে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী মো. হাসানের তত্ত্বাবধানে শতাধিক লোকের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

এ সময় ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. আজিমুল হক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিয়োগ দেবে বিজিবি, আবেদন ফি ১০০ টাকা
রাঙ্গামাটিতে বন্যার্তদের পাশে মীর সিমেন্ট
ফের ৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে যা জানাল আইএসপিআর