• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১৪:৩৭
মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ছবি

জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় মৌলভীবাজারের সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বাসাবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, কাজ চলছে, বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গতরাতে কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি হওয়ায় সমস্যা দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, যার কারণে গ্যাসের চাপ কমে যায়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্য মতে, মৌলভীবাজার সদরে তাদের প্রায় ৭ হাজার গ্রাহক আছেন। তাদের মধ্যে ৭০০ গ্রাহকই বাণিজ্যিক।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
যাত্রী সংকটে ভারতগামী ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
চাকরিচ্যুতির প্রতিবাদে র‍্যাংগস ফার্মাসিউটিক্যালসের কর্মীদের মানববন্ধন
বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি