• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজাপুরে ৪৪ আ.লীগ নেতাকে আসামি করে মামলা

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২১:৫৬
রাজাপুরে ৪৪ আ.লীগ নেতাকে আসামি করে মামলা
ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ৪৪ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শুক্রবার (৩০ আগস্ট) মামলার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি আতাউর রহমান।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন শহীদ জিলানীকে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। তারা দলীয় কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ওসি আতাউর রহমান জানান, ‘বিএনপি নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুর হানাদারমুক্ত দিবস আজ
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: ড. ইউনূস
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে