• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩
কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন
ছবি : সংগৃহীত

গেল কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে।

এ দিকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর বুরবুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হওয়া আজ আরও কমেছে। ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। বন্যার ফলে দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো।

এ ছাড়া কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যার পানি কমে পরিস্থিতির আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসনের হিসেব মতে, ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ৭ শ’ ২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ২২৫টি মেডিকেল টিম এসব অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত রেখেছে।

জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা ও ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬ শ’ টন চাল, নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ দিকে কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে পৌছে দিচ্ছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
মোহামেডানকে ২ বছর পর হারাল আবাহনী
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮
কুমিল্লায় প্রকাশ্যে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্রের মহড়া