• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ঘরে ফিরছেন মানুষ

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২
কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি, বাড়ি ঘরে ফিরছেন মানুষ
ছবি : সংগৃহীত

স্বাভাবিক হয়েছে কুমিল্লার গোমতি, ডাকাতিয়া ঘুংঘুরসহ বিভিন্ন নদ-নদীর পানি। ফলে বন্যা পরিস্থিতির আরও উন্নতির দিকে যাচ্ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জেলার ১৪টি বন্যাকবলিত উপজেলার পানি কমতে শুরু করেছে, পানি কমায় কেউ কেউ ঘরে ফিরতে শুরু করেছেন। অনেকে এখনও রয়েছেন আশ্রয়কেন্দ্রে। তবে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার বাড়িঘর। ফলে বাড়িঘর নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কায় রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ।

এদিকে গোমতী নদীর বুরবুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি লোকালয়ে প্রবেশ করছে। তবে প্রবাহের মাত্রা অনেকটা কমে আসছে। এর ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। ৭ শ’ ২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ২২৫টি মেডিকেল টিম দুর্গতদের চিকিৎসা দিচ্ছে।

জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা ও ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬ শ’ টন চাল, নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে পৌছে দিচ্ছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
কুমিল্লার নিমসার বাজারে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
ফেনী পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি শিপন আটক